একসময় বিজেপি নেতা ছিলেন। কিন্তু গত বছরেই দলত্যাগ করে তৃণমূলের সঙ্গে সক্ষতা বাড়িয়েছেন সুভাষ চন্দ্র বোসের নাতি চন্দ্র কুমার বোস। আর তারপরেই প্রাক্তন দলের কোনও না কোনও পদক্ষেপকে সমালোচনা করে চলেছেন চন্দ্র বোস (Chandra Kumar Bose)। বুধবার শিলায়দা স্টেশনে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত সমস্ত লোকাল ট্রেনকে ১২ বগি কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Syama Prasad Mookerjee) স্টেশন করার প্রস্তাব দেন। এমনকী এই প্রস্তাবকে সম্মতিও দেন বাকি বিজেপি নেতারা। আর এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিরা। এই দাবির তীব্র বিরোধীতা করেছে তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়ে আসরে নামলেন চন্দ্র বোস।
প্রাক্তন বিজেপি নেতার মন্তব্য, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাংলার সম্মানীয় শিক্ষাবিদ। কিন্তু কোনও প্রভাবশালী রাজনৈতিক নেতা বা সমাজকর্মী ছিলেন। ফলে তাঁর নামে শিয়ালদা স্টেশনে নামকরণ করা খুবই অপ্রাসঙ্গিক বিষয়। বাংলার ও বাঙালির মতাদর্শের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতাদর্শ কোনওভাবেই যায় না। এর কড়া বিরোধীতার করা উচিত"।
VIDEO | "...Syama Prasad Mookerjee is honoured in Bengal as an educationist but not as a politician or social reformer. So, changing the name of Sealdah station to Syama Prasad Mookerjee is against the ideology of Bengal which is inclusive and secular," says Grand nephew of… pic.twitter.com/6lzyVNAdYg
— Press Trust of India (@PTI_News) October 3, 2024
প্রসঙ্গত, এর আগে তৃণমূল নেতা কুণাল ঘোষও এই দাবির বিরোধীতা জানিয়েছিলেন। তাঁর মতে, "যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হবে, কেন স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত হবে না? শ্যামাপ্রসাদের নামে শিয়ালদা স্টেশনের নামকরণ কোনও যুক্তিসঙ্গত বিষয় নয়"।