গোরু (File Photo)

নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর: গোরুপাচার (Cow Smuggling) চক্রের খোঁজে রাজ্যে তল্লাশি সিবিআই-র (CBI)। দেশের ৫টি শহরের ১৩টি জায়গায় আজ তল্লাশিতে নামে তারা। তল্লাশিতে সিবিআই ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladeh border) গোরু পাচারের ঘটনায় ৩৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ড্যান্ট এবং আরও তিন জনকে গ্রেপ্তার করেছে।

সিবিআই জানিয়েছে, এ রাজ্যের কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, পঞ্জাবের অমৃতসর এবং ছত্তিশগড়ের রায়পুরে তল্লাশি চালাচ্ছে তারা। তদন্তকারীরা বিএসএফ-র ৩৬ নম্বর ব্যাটালিয়নের তৎকালীন কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করেছে। কুমার এখন রায়পুরে কর্মরত। আরও পড়ুন: West Bengal Weather Update: অঝোর ধারায় ভিজছে দক্ষিণবঙ্গ, আগামী দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

সল্টলেকের সিটি সেন্টারের কাছে তাঁর বাড়ি। বাকি ধৃতরা হলেন ইনামুল হক, আনারুল শেখ ও মোহাম্মদ গোলাম মোস্তফা।