গত সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিপাতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এই অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। ঘটনার পর সিইএসসি বিরুদ্ধেই সরাসরি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সিইএসসি কর্তৃপক্ষে কলকাতা পুরসভার গাফিলতিকেই দুষছে। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা পুরনিগম ও সিইএসসি-কে রিপোর্ট তলবের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ৷ আগামী ৯ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্ট তলব করেছে হাইকোর্ট
মূলত এই রিপোর্টে জলমগ্ন পরিস্থিতি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, শহরের নিকাশি ব্যবস্থা পরিস্থিতি সম্পর্কে, ঘটনাগুলি কীভাবে ঘটল, বিদ্যুৎ পরিষেবায় কোনও গাফিলতি ছিল কিনা, ক্ষতিপূরণের বিষয়ে দু’পক্ষই কী ভেবেছে, সেই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মামলার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তবে সিইএসসি সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণের ঘোষণা করা হয়নি।
শুক্রেই হাইকোর্টে রয়েছে একাধিক মামলার শুনানি
এই মামলা ছাড়াও জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই মামলার অনুমতি মিলেছে। এছাড়াও একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত মামলার শুনানি রয়েছে আগামী শুক্রবার।