Kunal Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৪ মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) লাগু নিয়ে ফের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ-র (Amit Shah)  বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, অনুপ্রবেশের বিষয়টি যদি অমিত শাহ তোলেন, তাহলে তাঁর পক্ষে মঙ্গল। আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে বিএসএফ এবং কেন্দ্রীয় সংস্থা। বিএসএফ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। আর কেন্দ্রের এই স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের অধীনে। সেই কারণে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে,তাহলে তা স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতা বলেও তোপ দাগেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: Arvind Kejriwal On CAA: 'সিএএ-র জেরে যে শরণার্থীর সংখ্যা হবে, তা দেশভাগের সময়ের চেয়েও বেশি', দাবি কেজরির

শুনুন কী বললেন কুণাল ঘোষ...

 

তৃণমূল নেতা আরও বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। ভোটার তালিকায় যাঁদের নাম আছে, নির্বাচনে ভোট দিয়েছেন, সরকার গঠন করেছেন, সাংসদ, বিধায়ক ইত্যাদি করতে ভোট দিয়েছেন এবং যাঁদের আধার কার্ড রয়েছে কিংবা সেই সংক্রান্ত নথি রয়েছে,তাঁরা প্রত্যেকে এ দেশের নাগরিক। এ দেশে বসবাসকারী যাঁদের নাগরিকত্বের সমস্ত প্রমাণ রয়েছে, যাঁরা সরকার গঠনে ভোট দিয়ে অংশ নেন, সিএএ-র মাধ্যমে তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।