বর্ধমানে দিলীপ ঘোষ (Photo Credit: ANI)

কলকাতা, ৫ নভেম্বর: গরুর দুধে সোনার উপস্থিতি চিনিয়ে দিয়েছেন এখনও ২৪ ঘণ্টা কাটেনি। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। তবে বক্তা যখন দিলীপ ঘোষ (Dilip Ghosh) তখন বিতর্ক তো থাকবেই। তিনি যে বঙ্গ রাজনীতির বিতর্কের শিরোমণি (Controversy), এমনটাই বলে নিন্দুকেরা। সে যাইহোক বর্ধমানের ওই সভা থেকেই বুদ্ধিজীবীদের একহাত নিলেন রাজ্যের বিজেপি (BJP) সভাপতি। তিনি বলেন, “যেসব বুদ্ধিজীবীরা গরুর মাংস খান, তাঁরা অনায়াসে রাস্তার কুকুরের মাংস (Street Dog Meat) খেতে পারেন। তাঁদের স্বাস্থ্যের জন্য এই দুটোই সমান।” মাঝে মাঝেই আলটপকা মন্তব্য করে জনমানসে শোরগোল ফেলে দিলেও বিজেপির রাজ্য সভাপতির বেশিরভাগ মন্তব্যের কোনও সারবত্তা নেই। সেকারণে বুদ্ধিজীবীরা নানাভাবে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন।

গতকাল সংবাদ সংস্থা এএনআইকে দিলীপ ঘোষ জানান, ‘‘গরু আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং কেউ যদি আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, আমি তাকে সেই শিক্ষাই দেব যা তার পাওয়া উচিত। ভারতের পবিত্র ভূমিতে গো-হত্যা ও গরুর মাংস খাওয়া মহা অপরাধ। কয়েক জন বুদ্ধিজীবী রাস্তাতেই গরুর মাংস খান। আমি তাঁদের বলি, কেবল গরু কেন, আপনারা কুকুরের মাংসও খান। যে পশুর মাংসই খান আপনাদের স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু রাস্তায় কেন? ঘরে গিয়ে খান।'' আরও পড়ুন-Dilip Ghosh : ‘গরুর দুধে সোনা থাকে, তাই তো দুধের রং হলুদ হয়’, বললেন দিলীপ ঘোষ

জানা গিয়েছে, বর্ধমান শহরের টাউনহলে সোমবার ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, ‘‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।’’ এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। শুরু হয়েছে সমালোচনা।