Knife, Representational Image (Photo Credit: File Photo)

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ভিনরাজ্যের এক যুবক। আর তারপরেই নিজের গলায় নিজেই ছুরির কোপ বসালেন প্রকাশ্য রাস্তায়। এমনকী তারপর রক্তাক্ত অবস্থায় স্থানীয় এক দোকানে গিয়ে ছবি তোলার আবদার করে বসেন তিনি। তারপর অচৈতন্য হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে (Domjur)। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। যদিও কেন সে এরকম করল তা এখনও পরিস্কার নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের

জানা যাচ্ছে, ডোমজুড়ের বন্যপাড়া কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন প্রশান্ত সিং রানা নামে এক যুবক। স্থানীয় একটি কারখানায় কাজ করেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে একটি রাস্তায় দাঁড়িয়ে নিজের গলায় ছুরির কোপ চালায় ওই যুবক। এরপর স্থানীয় একটি দোকানে গিয়ে দোকানদারের কাছে আবদার করে ছবি তুলে দেওয়ার জন্য। সে ছবিটি ভাইরাল করতে চায় বলে জানায়। যদিও দোকানদার যুবকের কীর্তি দেখে অস্বীকার করে। তখন সে নিজেই নিজের সেলফি তুলতে দেলে অচৈতন্য হয়ে পড়েন।

হাসপাতালে ভর্তি যুবক

এদিকে খবর পেয়ে ঘটনালস্থলে চলে আসে পুলিশ। তারপর যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে যুবক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় এই ঘটনাটি ঘটিয়েছে প্রশান্ত