কালীপুজোর পরেরদিন খাস কলকাতায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পাটুলি থানা (Patuli Police Station) থেকে ১০০ মিটার দূরে অবস্থিত মেলার মাঠে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, ফুটবল খেলতে গিয়ে ভুল করে বোমায় পা দিয়ে ফেলে এক কিশোর। আর সেই বিস্ফোরণে ওই কিশোর গুরুতর জখম হওয়ার পাশাপাশি দুজন আহত হয়েছে বলে খবর। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে আহত মূল কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, এদিন দুপুরে স্থানীয় মাঠে খেলতে যায় কিশোররা। তখন মাঠ থেকে কিছুটা দূরে ঝোপ থেকে গোলাকার বস্তু তুলে আনে তাঁরা। এদের মধ্যে একজন বল ভেবে ওই বস্তুতে লাথি মারে। তখনই বিকট বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে ওই নাবালক রক্তাক্ত অবস্থায় কাতড়াচ্ছে। পাশে তাঁর বন্ধুরাও আহত অবস্থায় পড়ে রয়েছে।

বোমার আওয়াজ শুনে থানা থেকেও আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায়। কিশোরদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এগেপ মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ বা কারা বোমা লুকিয়ে রেখেছিল। আর সেই কারণেই আহত হয়েছে কিশোররা। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।