
কলকাতায় ঘুরতে এসে মৃত্যু হল ভিনরাজ্যের এক বাসিন্দার। শনিবার সকালে দক্ষিণ কলকাতার কসবায় (Kasba) অবস্থিত এক শপিং মলের পেছনের জলাশয় থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের মৃতদেহ। যদিও শরীরে সেভাবে কোনও আঘাতের চিহ্ন ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রথমে ঘটনাস্থলে কসবা থানার পুলিশ আসলেও পরবর্তীকালে এই ঘটনার তদন্তে দেখা যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের আধিকারিকদের। দেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
কসবার জলাশয় থেকে উদ্ধার যুবকের দেহ
জানা যাচ্ছে, সম্প্রতি কসবায় কোনও এক আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলেন ওই যুবক। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল সে। আর তারপরই শনিবার সকালে ওই জলাশয়ে ভেসে উঠল দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় জলাশয়ের পাশে বসেছিল যুবকটি। আর তাঁকে স্থানীয়রাও দেখেছিলেন। কিন্তু তারপর এভাবে দেহ উদ্ধার হবে তা অনেকেই কল্পনা করতে পারেননি।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
যদিও পুলিশের অনুমান, নিছকই দুর্ঘটনার কারণে মৃত্যু হয়নি যুবকের। এর পেছনে রয়েছে অন্য কারণ। আর সেই কারণেই ঘটনা তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড বিভাগের আধিকারিকরা। ইতিমধ্যেই মৃতের ছবি বিহার পুলিশের কাছেও পাঠিয়ে দিয়েছে তদন্তকারীরা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।