কলকাতা, ১০ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরোধী মুখ হলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ পরিষদীয় দলের বৈঠকে রাজ্যের বিরোধী নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করলেন মুকুল রায় (Mukul Roy)। বিজেপি থেকে বেরিয়ে যাওয়া একদা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দুই এখন মমতা বন্দোপাধ্যায়ের শক্তিশালী প্রতিপক্ষ।
সোমবার কলকাতার হেস্টিংসে পরিষদীয় দলের বৈঠক হয়। বৈঠকে অংশগ্রহণ করেন বিজেপির ৭৭ জন বিধায়ক। কৈলাশ বিজয়বর্গীয় ছাড়াও ছিলেন দলের সমস্ত শীর্ষনেতারা। দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু বলেন, “বৈঠক হল, আমার নাম ঘোষণা হল। হাতাতালি পড়ল। কিন্তু মন ভাল নেই। কারণ বাংলা ভাল নেই। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। আমার তিনটে লক্ষ্য, হিংসামুক্ত বাংলা। যে কোনও অন্যায় হলে সাংবিধানিক রীতিনীতি মেনে প্রতিবাদ করা। এবং যে কোনও ধরনের গঠনমূলক কাজ।” আরও পড়ুন, অর্থ মন্ত্রী হলেন অমিত মিত্রই, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন ব্রাত্য বসু; মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র
যদিও বিরোধী দলনেতা হিসেবে মুকুল রায়ের নাম নিয়ে জল্পনা চলছিল। জল্পনার অবসান ঘটল। মুকুল রায় নিজেই শুভেন্দুর নাম ঘোষণা করেন। মুকুল রায় দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্বেই থাকছেন।