Police Car (Photo Credit: Twitter)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্র কলকাতার বিভিন্ন অংশে। নবান্ন অভিযানের মাঝে উত্তেজনা ছড়ালে বিজেপির কর্মী, সমর্থকরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। কলকাতার এম জি রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। পুলিশের পিসিআর ভ্যানে আগুন ধরিয়ে দিলে, তা কার্যত ভষ্মীভূত হয়ে যায়।

 

অন্যদিকে সাঁতরাগাছি স্টেশনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপির কর্মী, সমর্থকদের ছোঁড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ। একজন পদস্থ আধিকারিকও ইট, পাথরের আঘাতে রক্তাক্ত হন।

পুলিশকে লক্ষ্য করে একটানা ইট বৃষ্টি শুরু হলে, তা প্রতিহত করতে দেখা যায় প্রশাসনকে। তবে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠলে পুলিশ সেখান থেকে ক্রমশ পিছু হঠতে শুরু করে।