দিলীপ ঘোষ (Photo Credit: ANI)

কলকাতা, ২০ জুলাই: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসেও (TMC Martyrs day Rally) দিদিকে ফাঁকা জমি ছাড়ছে না বিজেপি (BJP)। দিল্লি, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, অসম এমনকী গুজরাটেও কাল বড় স্ক্রিনে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র শহিদ দিবসে বক্তব্য শোনানো হবে। তখন বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব বিজেপি শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ জুলাইকেই বেছে নিল। কাল মমতা ব্যানার্জি যখন ৫০ লক্ষ কর্মী-সমর্থকদের উপস্থিতি ভার্চুয়াল শহিদ দিবসে বক্তব্য রাখবেন মমতা, তখন দিল্লির রাজঘাটে তৃণমূলের বিরুদ্ধে বাংলায় সন্ত্রাস চালানোর অভিযোগ এনে ধর্নায় বসবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের পদ্মশিবিরের সাংসদরা। একইসঙ্গে রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও এদিন ভার্চুয়াল সভায় বক্তৃতা দেবেন বিজেপির রাজ্য দফতর হেস্টিংস কার্যালয় থেকে। আরও পড়ুন: দিদিকে দেখবে দেশ, কাল মমতার ভার্চুয়াল বক্তব্যের দিকে তাকিয়ে সবাই

আজ, মঙ্গলবার দুপুরে রাজ্য বিজেপির নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে জানান, বিজেপি আগিমাকল, শহিদ দিবস পালনের ঘোষণা করেন। বিজেপির অভিজ্ঞ এই নেতা বলেন যুক্তি, "শহিদ দিবস পালন করে তৃণমূল নিজেদের আক্রান্ত হিসেবে প্রমাণ করতে চাইলেও আদতে তারাই আক্রমণকারী।" তাই তৃণমূলের আসল রূপটা দেখাতে ২১ জুলাই শহিদদের স্মরণ করবে বিজেপিও। বুধবার, ২১ জুলাই বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলির স্লোগান হবে— পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত ও গণতন্ত্র বিপন্ন। শহিদ দিবসে বিজেপির অনুষ্ঠান জেলায় জেলায় বুথ স্তর থেকে শুরু করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, '' ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ভয়ের বাতাবরণ। পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভার ভোট পর্যন্ত রাজ্যে আমাদের ১২৪ জন কর্মী খুন হয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ২১ জুলাই সাড়ে ১১টার সময় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষের নেতৃত্বে অন্যান্য সাংসদরা ধর্ণায় বসবেন।''