গয়েশপুর, ১ নভেম্বর: ফের উদ্ধার বিজেপি কর্মীর (BJP Worker) ঝুলন্ত দেহ। নদিয়ার গয়েশপুরে বিজয় শীল (Bijoy Sil) নামের বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। বিজেপির নিশানার তীর তৃণমূলের (TMC) দিকে। যদিও সে অভিযোগ খারিজ করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বনধের ডাক দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি।
আজ বিজেপি দলনেতা মুকুল রায় এই ঘটনাটি টুইট করে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর আর ফেরেননি। রবিবার সকালে গয়েশপুর শ্মশানের আমবাগানে বিজয় শীলের দেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। আরও পড়ুন, লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসবে ভারতীয় রেল
তিনি রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন বলে জানা গেছে। তার বয়স ৩৮। এলাকায় বিজেপি কর্মী হয়েও নানা কাজ করতেন। বিজেপির দাবি বিজয় তাদেরই কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে। এ ঘটনায় মুকুল রায় বলেন, "বিজেপির সদস্য বিজয় শীলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকবার হত্যা করার প্যাটার্নটি একই থাকে। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকড় বিষয়টি দেখুন"।