পশ্চিমবঙ্গ দিবসের দিন ভবানীপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। যদিও ঘন্টাদুয়েকের মধ্যে তিনি লালবাজার থেকে জামিনে ছাড়া পান। এই ঘটনার প্রতিবাদের গতকাল পোদ্দার কোর্ট এলাকায় বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। এদিকে শনিবারও অব্যাহত সেই বিক্ষোভ প্রদর্শন। তবে এবার বিক্ষোভ দেখানো হল হাওড়ায়। কার্যত হাওড়া ব্রিজ (Howrah Bridge) অবরোধ করার চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। তবে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেন।
হাওড়া ব্রিজে বিজেপির প্রতিবাদ
ডিসিপি নর্থ বিশপ সাহা বলেন, বিজেপির পক্ষ থেকে আচমকাই এই মিছিল বের করা হয়। তবে আমরা ব্রিজে ঢোকার মুখেই তাঁদের আটকে দিই। ৫-৭ মিনিট ধরে চলে এই প্রতিবাদ। তারপর আমরা তাঁদের সরিয়ে দিই। এই বিক্ষোভ নিয়ে আমাদের কাছে আগাম কোনও থবর ছিল না। আর এভাবে তো কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ বন্ধ করা যায় না।
দেখুন ভিডিয়ো
Howrah, West Bengal: DCP North, Bishap Sarkar says, "There was a BJP program here. We did not allow them to gather in front of Howrah Bridge and stopped them from assembling..." https://t.co/KiczZVhCvA pic.twitter.com/iKDvMxYsSG
— IANS (@ians_india) June 21, 2025
সুকান্ত মজুমদারের গ্রেফতারি
প্রসঙ্গত, গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মিছিল ঘিরে ভবানীপুরে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। বিজেপির তরফে অভিযোগ, পুলিশ নাকি একাধিকবার এই মিছিল ঠেকানো চেষ্টা করে। কিন্তু তারপরেও এই কর্মসূচি সম্পন্ন করে লন্ডন নিবাসী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে চাইলে তাঁকে বাধা দেওয়ে হয়। এই রজতশুভ্র লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝে প্রতিবাদ দেখান। সম্প্রতি তিনি কলকাতায় আসলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হন সুকান্ত।