ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা অর্থাৎ আইআইএম জোকায় ধর্ষণের ঘটনা (IIM Rape Case) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি। অন্যদিকে বিরোধীদের তরফে এই নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ করছে। তবে এই ইস্যুতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে শোনা গেল অন্য সুর। শনিবার বিকেলে নির্যাতিতার বাবা খোদ এই ধর্ষণের অভিযোগ অস্বীকার করছেন। এদিকে শমীকও এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

আইআইম জোকা নিয়ে মন্তব্য শমীক ভট্টাচার্যের

শমীক ভট্টাচার্য বলেন, “আমি আজই কলকাতায় এসে এই ঘটনা শুনেছি। এখন আবার তরুণীর বাবা এই অভিযোগ অস্বীকার করছেন। ফলে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছি না। ইনস্টিটিউট, নির্যাতিতার বাবা এই নিয়ে এখন কিছু বলছেন না। শোনা যাচ্ছে, ছেলেটির মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণে কাউন্সিলিংয়ের জন্য মহিলা গিয়েছিলেন। নির্যাতিতার বাবা বলছেন যে মেয়ের ওপর শারীরিক নির্যাতন হয়েছে। কিন্তু ধর্ষণ হয়নি। এদিকে পুলিশ আর রাজ্য সরকার এটাকে ধর্ষণের ঘটনা বলছে”।

দেখুন শমীক ভট্টাচার্যের বক্তব্য

শমীক আরও বলেন, “দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে চাইছে রাজ্য সরকার। কেন সকাল থেকে এটাকে ধর্ষণের ঘটনা বলছে। আরজি কর, কসবা ল’ কলেজের সঙ্গে এর কেন তুলনা করা হচ্ছে”? প্রসঙ্গত, আইআইএম জোকা কেন্দ্র সরকারের অধীনস্ত একটি প্রতিষ্ঠান। সেই কারণেই কি রাজনৈতিক দায় এড়ানোর খেলা চলছে বাংলায়?