Sukanta Majumdar (Photo Credits: ANI)

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন (BJP State President Election) এ র বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। ১ জুলাই দুপুর ১২ টায় পশ্চিমবঙ্গ রাজ্য  বিজেপি সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত করলেন রাজ্য নির্বাচন আধিকারিক, রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক শ্রী দীপক বর্মন। বিজ্ঞপ্তি অনুসারে আগামী বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা না পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সে দিনই তা ‘স্ক্রুটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা-ও সেই দিনই করে নিতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। এর পরে বৃহস্পতিবার নির্বাচনের পরে সে দিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচনের তোড়জোরের মাঝে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন রবীন্দ্র চহ্বান। কয়েকদিন আগেই বিজেপির ভারপ্রাপ্ত রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র চহ্বান বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন।  মুম্বইয়ের ওরলি ডোমে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে রবীন্দ্র চহ্বানের নাম ঘোষণা করেন মন্ত্রী কিরেন রিজিজু। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য শুধুমাত্র রবীন্দ্র চহ্বানই আবেদন করেছিলেন। অন্য কেউ আবেদন না করায়, রবীন্দ্র চহ্বান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন।

সেক্ষেত্রে মনে করা হচ্ছে সুকান্ত মজুমদার ছাড়া অন্য কেও মনোনয়ন জমা না দিলে সভাপতি কে, স্পষ্ট হয়ে যেতে পারে বুধবারই।