শুধু বিহার বা বাংলা নয়, দেশজুড়ে হবে এসআইআর (SIR)। বিহারে বিধানসভা নির্বাচনের আগেই নিবিড় ভোটার তালিকা সংশোধন করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গেও আগামীদিনে হবে। অন্যদিকে এসআইআর নিয়ে বিরোধীতার পারদ চড়াচ্ছে বিরোধী দলগুলি। যদিও কমিশনের দাবি, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। কংগ্রেস, আরজেডি, তৃণমূলের মতো দলগুলি এই প্রক্রিয়ার বাদ যাচ্ছে সাধারণ নাগরিকদের। আর সেই কারণে বাঙালিদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেককে কটাক্ষ দিলীপের
এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “কোনও বাঙালি যাচ্ছেন না, বরং বাংলাদেশিদের নিয়ে কমিশন ঘেরাও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদের বাঁচানোর চেষ্টা করছেন। তবে এসব করে কোনও লাভ হবে না”। এসআইআর ইস্যুত্ দিলীপ আরও বলেন, “এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এরাই ভুয়ো ভোটার সেজে রাজনৈতিক দলগুলিকে সহায়তা করছিল। বিহার, বাংলা তো বটেই দেশের প্রতিটি প্রান্ত থেকে এই ভুয়ো ভোটারদের সরানো উচিত”।
দেখুন দিলীপ ঘোষের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | On SIR in Bihar, BJP leader Dilip Ghosh says, "The SIR told us how parties used fake voters. What the Election Commission has done is not limited to Bihar, but for the entire nation. Crores of Bangladeshis are hidden and taking the benefits... They… pic.twitter.com/zLZgHmEbHe
— ANI (@ANI) August 9, 2025
রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
দিলীপ ঘোষের মতে, “এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা দেশের সমস্ত সুযোগ-সুবিধা নিচ্ছে, দেশের জমি দখল করে বসে আছে, এখানে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকছে, ফলে এদের বের করে দেওয়াই উচিত। লালুপ্রসাদ যাদব, রাহুল গান্ধীর মতো নেতারা এদের ভোটেই জিতছিল। ফলে এই অনুপ্রবেশকারীরা বেরিয়ে গেলে এদের ভোটে জেতা মুশকিল হবে যাবে”।