নতুন দিল্লি, ১০ মার্চ: রাজ্যের প্রথম দু'দফা নির্বাচনের (WB Assembly Elections 2021) আরও ২টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। খড়গপুর সদরে (Kharagpur Sadar) বিজেপি প্রার্থী হচ্ছেন শ্রী হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)। অন্যদিকে বড়জোরা (Barjora) আসনে ভোটে লড়বেন শ্রীমতি সুপ্রীতি চট্টোপাধ্যায় (Supriti Chatterji)। শনিবার প্রথম দু’দফার নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫৭টিতে প্রার্থী ঘোষণা করে বিজেপি। তার মধ্যে পুরুলিয়ার বাগমুণ্ডি আসনটি সহযোগী দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা AJSUকে ছেড়ে দিয়েছে বিজেপি। সোমবার আরও এক প্রার্থীর নাম ঘোষণা হয়। পুরুলিয়ার কাশীপুর থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন কমলাকান্ত হাঁসদা। বাকি ছিল খড়গপুর সদর ও বাঁকু়ড়ার বড়জোরা আসনে প্রার্থীর নাম ঘোষণা। আজ এই দুটি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা হয়ে গেল।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জেতেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর আসনটি খালি হয়ে যায়। উপনির্বাচনে এই আসনটি দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘দড়ি ধরে মারো টান রানি হবে খান খান’, নন্দীগ্রামে নাম না করেই মমতাকে আক্রমণ শুভেন্দুর
भारतीय जनता पार्टी की केन्द्रीय चुनाव समिति ने होने वाले आगामी असम एवं पश्चिम बंगाल के विधानसभा चुनाव हेतु निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान की। pic.twitter.com/J9SkW2Qvgl
— BJP (@BJP4India) March 10, 2021
জানা যাচ্ছে, প্রথমে দিলীপ ঘোষকেই এই আসনে দাঁড়ানোর কথা বলে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। যদিও অনেকে বলেন, তা হলে নিজের কেন্দ্রেই প্রচারে আটকে যাবেন রাজ্য সভাপতি। তাঁকে সারা রাজ্যের প্রচারে যেতে হবে।