কসবায় গণধর্ষণকাণ্ডের (Kasba Gang Rape Case) প্রতিবাদ হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রতিবাদে নেমেছে অসংখ্য মানুষ। সোমবার বিকেলে কৃষ্ণনগরে বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিল বেরোয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে চটি, জুতো দিয়ে মারা হয়। তারপর সেটিতে আগুন ধরিয়ে প্রতিবাদ দেখায় বিজেপি। এদিনের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন বিজেপির অসংখ্য নেতা, কর্মী সমর্থকেরা।
কসবায় বিজেপি কর্মীদের সঙ্গে ধন্ধুমার কাণ্ড
অন্যদিকে এদিন রায়দিঘিতেও কসবা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। বাম সংগঠনের এই প্রতিবাদে যোগ দেয় স্থানীয় বাসিন্দারাও। এদিকে এদিন কলকাতা সাউথ ক্যালকাটা ল’ কলেজের সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশে ধুন্ধুমার কাণ্ড হয়। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের কার্যত মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে সড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে পুলিশ বাহিনী।
গড়িয়াহাটে বিজেপির মিছিলে বাধা
এদিন গড়িয়াহাট চত্বরেও বিজেপির মিছিলে বাধা দেয় পুলিশ। যার জেরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যেতে চায় অনেকে। তবে পুরোদমে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় একাধিক বিজেপির কর্মী সমর্থকদের আটক করা হয়।