পুজোর পর মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গের একাংশ। পরিস্থিতি এখন অনেকেটাই উন্নত হয়েছে ঠিকই, কিন্তু এখনও বেশকিছু এলাকায় ত্রাণের চাহিদা রয়েছে। প্রত্যন্ত এলাকাগুলিতে পরিস্থিতি এখনও সেভাবে উন্নত হয়নি। এরমধ্যেই ত্রাণ নিয়ে পক্ষপাতিত্ব হচ্ছে বলে অভিযোগ তুলছে মাদারিহাট (Madarihat) এলাকায়। প্রশাসন থেকে ত্রাণ বিলি হলেও বেশকিছু জায়গায় শাসক দলের কর্মী সমর্থকরা চাহিদার থেকে বেশি পাচ্ছে বলে অভিযোগ বিজেপি শিবিরের। এই নিয়ে মাদারিহাটের বিডিও অফিসে গিয়ে বেশ কিছুবার অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের।
বিডিও-কে কী বলেছেন মনোজ টিগ্গা?
এদিকে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা (Manoj Tigga) এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুলুস্থুলু কাণ্ড ঘটিয়ে বসেছেন। বিডিও অফিসার অমিত কুমার চৌরাসিয়ার অফিসে ঢুকে টেবিল চাপড়ে ধমক দিয়ে এসেছেন তিনি। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বিডিও অফিসার সাংসদকে শান্তভাবে বসে আলোচনা করার অনুরোধ করছে, অন্যদিকে সাংসদ গলার আওয়াজ বাড়িয়ে আঙুল দেখিয়ে শাসাচ্ছেন। তাঁর বক্তব্য, প্রশাসনিক অফিসকে তৃণমূলের ব্লক অফিসে পরিণত করা হয়েছে। সরকারি চেয়ারে বসে তৃণমূলের কাজ করা উচিত নয়। তৃণমূল করলে বাইরে তৃণমূল করতে হবে, আর প্রশাসনিক চেয়ারে বসলে সংবিধান মেনে কাজ করতে হবে।
দেখুন ভিডিয়ো
#BJP MP #ManojTigga lost his cool at Madirahat #BDO for distributing flood relief material to only #TMC supporters. The MP was heard telling the government official to either perform his duty or join the TMC. pic.twitter.com/uLpdC2KiOE
— Sreyashi Dey (@SreyashiDey) November 1, 2025
মনোজ টিগ্গার সমালোচনায় প্রকাশচিক বরাইক
মনোজ টিগ্গার এই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক কড়া নিন্দা জানিয়ে বলেন, একজন সরকারি আধিকারিকের ওপর আঙুল উচিয়ে এভাবে কথা বলা একেবারেই অসাংবিধানিক। উত্তরবঙ্গ যখন ভেসে যাচ্ছিল, তখন বিজেপি সাংসদকে কোথাও দেখতে পাওয়া যায়নি। এখন এসে হম্বিতম্বি করছেন। উনি পাগল হয়ে গিয়েছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে।