নির্বাচন আসলেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে তুমুল সমালোচনা শুরু করে বিজেপি। অনেক সময় এর সঙ্গে ভিক্ষাকেও তুলনা করে কম হেয় করেননি শুভেন্দু-সুকান্তরা। সেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের অর্থ বাড়ানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato)। ২১-এর নির্বাচনের পর শুরু হওয়া এই প্রকল্পের প্রথমদিকে সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হত। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন মাসে ১০০০ টাকা করে। পরে সেই অর্থের পরিমাণ বেড়ে সাধারণদের জন্য দেওয়া হচ্ছে ১০০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে ১২০০ টাকার। এবার সেই অনুদানের টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করার দাবি জানালেন পুরুলিয়ার সাংসদ।
সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। চিঠিতে তিনি বলেন, বাংলায় সমস্ত কিছু দাম বেড়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ১০০০ বা ১২০০ টাকায় কোনওমতেই সংসার চলছে না অধিকাংশের। তাই নারীর ক্ষমতায়নের জন্য হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে ২ হাজার করে দেওয়া হোক।
এর পাশাপাশি পার্থ ও অর্পিতা প্রসঙ্গ টেনে এনে তিনি শাসক দলকে খোঁজা দিয়ে চিঠিতে লেখেন, তৃণমূলের নেতা মন্ত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া যাচ্ছে। ফলে এইটুকু টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন বিজেপি সাংসদ।