Suvendu Adhikari: তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি কাড়ার দাবিতে কমিশনকে চিঠি শুভেন্দু অধিকারীর, দিলেন যেসব যুক্তি

ত্রিপুরায় খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার দাবিতে সরব হলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ফাইল ফটো (Photo Credit: Twitter)

ত্রিপুরায় খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার দাবিতে সরব হলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় ১ শতাংশেরও কম ভোট পায় তৃণমূল। নোটা-র চেয়েও কম ভোট পায় দিদির দল। অনেক চেষ্টার পরেও গোয়ার পর ত্রিপুরাতেও ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। যা নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

কমিশনকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখলেন, জাতীয় পার্টি হতে হলে অন্তত ৩টি রাজ্যে ২% আসন থাকতে হয়। তৃণমূলের এর জন্য যথেষ্ট সাংসদ আছে ঠিকই, কিন্তু সেগুলি মাত্র একটা রাজ্য থেকেই। এরপর শুভেন্দু লেখেন, অন্তত চারটে রাজ্যে ন্যূনতম ৬ শতাংশ ভোট পেলে তবে জাতীয় দল হওয়া যায়। যেটা তৃণমূলের নেই। এরপর শুভেন্দুর দাবি, দেশের চারটে রাজ্যে স্বীকৃতি রাজনৈতিক দল হতে হয়। যার জন্য চারটে রাজ্যে সর্বশেষে বিধানসভা নির্বাচনে অন্তত ৬ শতাংশ ভোট এবং দুই বা তার বেশী বিধায়ক থাকতে হয় কিংবা ওই চারটে রাজ্য থেকে অন্তত একজন করে সাংসদ থাকতে হয়। সেখানে পশ্চিমবাংলা ছাড়া তৃণমূল গত পাঁচ বছরে লড়ছে শুধু গোয়া, ত্রিপুরা, ও মিজোরাম বিধানসভা ভোটে।

দেখুন কমিশনকে লেখা শুভেন্দুর চিঠি

এরপর রাজ্যের বিরোধী দলনেতা তথা এক সময় দিদির অত্যন্ত ঘনিষ্ঠ নেতা কমিশনের সামনে তথ্য তুলে ধরে লেখেন, ত্রিপুরায় তৃণমূলের প্রাপ্ত ভোট- ০.৮৮ শতাংশ, বিধায়ক নেই। গোয়ায় তৃণমূলের প্রাপ্ত ভোট- ৫.২১ শতাংশ, বিধায়ক নেই। মেঘালয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট-১৩.৭৮ শতাংশ, বিধায়ক-৫ জন।

শেষে শুভেন্দু লেখেন, ফলে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে তৃণমূল অন্তত ৬ শতাংশ ভোট ও দু জন বিধায়কের সংখ্যা নিশ্চিত করলেও। আর কোনও রাজ্যে তা পারেনি। পাশাপাশি চারটি রাজ্য়ে লোকসভায় তৃণমূলের ৬ শতাংশ ভোট পাইনি। কেবলমাত্র পশ্চিমবঙ্গেই তৃণমূল লোকসভায় ৬ শতাংশের বেশী ভোট পেয়েছিল। তাই তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি বাতিল করা উচিত।

ভারতের স্বীকৃতি আটটি জাতীয় রাজনৈতিক দল- ১) বিজেপি, ২) ভারতীয় জাতীয় কংগ্রেস, ৩) তৃণমূল কংগ্রেস, ৪) জাতীয়তাবাদী কংগ্রেস (এনসিপি), ৫) বহুজন সমাজ পার্টি, ৬) সিপিআই(এম), ৭) সিপিআই, ৮) ন্যাশানল পিপিলস পার্টি (এনপিপি) (মেঘালয়ের শাসক দল)

দুটি রাজ্য়ে ক্ষমতা থাকলেও আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাইনি। কমিশনের খাতায় আপ হল রাজ্য দল।