প্রকাশ্যে গোমাংস খাওয়া ও বিক্রি করা নিষিদ্ধ হয়েছে অসমে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা গত বুধবারই এই নির্দেশিকা জারি করেছে। আর এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে মন্দির বা যে কোনও ধর্মীয় স্থানের সামনে গোমাংস খাওয়া বা বিক্রি করা নিষিদ্ধ করেছিল অসম সরকার। এবার সেই নিয়মকেই আরও কড়া করা হয়েছে। আর সেই কারণেই রাজ্যের বিরোধী শিবির এই নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে।

এমনকী এই নিয়ে পড়শি রাজ্য বাংলার সরকারও বিরোধীতা করেছে। তবে অসমের এই সিদ্ধান্তকে সদর্থক বলে দাবি করেছে বাংলার বিরোধী দল বিজেপি। বৃহস্পতিবার এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার (Suvendu Adhikari) সিদ্ধান্ত সত্যিই ইতিবাচক। ২৬-এর নির্বাচনে সকল গো মাতার ভক্তরা আমাদের জিতিয়ে ক্ষমতায় নিয়ে আসুক, আমরাও তখন অসমের পথেই হাঁটব।