Suvendu Adhikari. (Picture Credits: ANI)

কলকাতা, ১৪ অক্টোবর: বাংলাদেশের (Bangladesh) একাধিক দুর্গাপুজো মণ্ডপ ও বিভিন্ন মন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন। টুইটে শুভেন্দু বলেছেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত।

কুমিল্লা জেলার একটি পুজো মণ্ডপে কোরআন শরিফের অসম্মান করা হয়েছে বলে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়। তারপরই শুরু হয়ে যায় তাণ্ডব। চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন পুজো মণ্ডপ ও মন্দিরে হামলা চালানো হয়। দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার পুজো মণ্ডপে হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। আজ দুপুরে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান। আরও পড়ুন: Kabul: কাবুল থেকে পাকিস্তানে প্রবেশ করবে না আফগান বিমান, জানাল পিআইএ

শুভেন্দু ছাড়াও এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, "বাংলাদেশে দুর্গাপুজোর উপর আঘাত ও অশান্তির গুরুতর অভিযোগ আসছে। এটা উদ্বেগের। অভিযোগের তদন্ত হোক। ঘটনাক্রম সত্যি হলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিক। ভারত সরকার অবিলম্বে কথা বলুন। আমরা ভারতে যেমন সংখ্যালঘু সুরক্ষার পক্ষে, তেমনই বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত চাই।"