কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, ছবি ট্যুইটার

কলকাতা, ১২ জুন: শনিবার কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে হাজির হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় যখন বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (TMC) যোগ দেন, সেই সময় পদ্ম শিবিরের ঘর ভেঙে ফের আরও বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ কি তৃণমূলে যোগ দিতে চলেছেন? এমন জল্পনা যখন শুরু হয়, সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কুণাল ঘোষের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় কী নিয়ে কথা বললেন, তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee ) দাবি করেন, একেবারে ব্যক্তিগত আলাপ আলোচনার জন্যই কুণাল ঘোষের বাড়িতে হাজির হন তিনি ।

আরও পড়ুন: Hajj 2021: করোনা মহামারীর দাপট, হজে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ সৌদি আরবের

২ মে ভোটের ফল বেরনোর পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে শুরু করে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন রাজীব। যেখানে দিল্লির বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাঁকে। এমনকী, কথায় কথায় দিল্লি দেখিয়ে এবং ৩৫৬-র যুযু দেখানো বাংলার মানুষে ভালভাবে নেবেন না বলে মন্তব্য করেন রাজীব। শুধু তাই নয়, করোনা এবং য়াস পরবর্তী পরিস্থিতি সবাইকে একযোগে বিপর্যয় মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন প্রাক্তন সেচমন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ওই বেসুরো স্টেটাসের পর থেকেই তাঁর দল বদল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে যায়।

এসবের মাঝে শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফের যোগ দেন মুকুল রায় (Mukul Roy)। মুকুলের বদল বদলে আরও বেশ কয়েকজন বিজেপির বিধায়ক, সাংসদ জোড়াফুল শিবিরে নিজেদের নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়ায়। এদিকে শুক্রবার তৃণমূলে যোগ দেওয়ার পর শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসেন মুকুল রায়।