৯ বছরের শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে পুজোর আবহে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কুলতলি এলাকা। গতকাল দেহ পুলিশি গাফিলতির অভিযোগে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ক্ষুব্ধ জনতার। অন্যদিকে দেহ সংরক্ষণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই সঙ্গে তাঁরা সিবিআই তদন্তেরও দাবি করেছেন। আর সেই নিয়ে আজ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হয় জয়নগরে। এদিকে আজই শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশনকে (National Commission for Protection of Child Rights) চিঠি পাঠালেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
চিঠিতে জাতীয় কমিশনকে কুলতলির ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানান প্রিয়াঙ্কা। সেই সঙ্গে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি ও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও বিশদে লেখেন বিজেপি নেত্রী। তিনি লিখেছেন, গত ৪ অক্টোবর কিশোরী নিখোঁজ হওয়ার পর কীভাবে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল, পুলিশের গাফিলতির কারণে কীভাবে বাচ্চা মেয়েটির নৃশংস হত্যা হয়েছে এবং জনতা ও পরিবারকে এই কেসটি নিয়ে প্রশাসন বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, এইসব অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও জানান বিজেপি নেত্রী।
BJP leader Priyanka Tibrewal writes to the National Commission for Protection of Child Rights (NCPCR) regarding the rape and murder of a 9-year-old child in Jaynagar, West Bengal pic.twitter.com/de7cR8z4rW
— IANS (@ians_india) October 6, 2024