ওয়াকফ সংশোধনী বিল ( Waqf Amendment Act) নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করে আসছে তৃণমূল। এই বিল প্রত্যাহারের দাবি জানিয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। এমনকী রাজ্যে বিভিন্ন প্রান্তে এই নিয়ে আন্দোলনও শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ এই প্রতিবাদের বিরোধীতা করা হচ্ছে। সুকান্ত মজুমদারশুভেন্দু অধিকারীর মতো নেতারা মমতার এই বিরোধীতাকে ভোটব্যাঙ্কের রাজনীতি বলে দাবি করছেন। এবার সেই সুরেই সুর মেলালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
সমালোচনা মিঠুনের
তিনি এই প্রসঙ্গে বলেন, উনি সবসমই বাংলার মানুষকে বিভ্রান্ত করেন। ওয়াকফ সংশোধনী বিল সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের সুবিধার্থেই করা হয়েছে। এর মাধ্যমে মুসলিম মহিলারা উপকৃত হবেন। এটা মুসলমান ভাই বোনেরা বিলক্ষণ বুঝতে পারছেন। কিন্তু যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা শুধু ভোটব্যাঙ্কের জন্যই করা হচ্ছে।
দেখুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য
#WATCH | North 24 Parganas, West Bengal | On the Waqf Amendment Act, Actor and BJP leader Mithun Chakraborty says, "...She (Mamata Banerjee) is trying to mislead the public. The Waqf Amendment Act is in the best interests of Muslims, especially Muslim women...But some people are… pic.twitter.com/J6TVN6GTJS
— ANI (@ANI) April 10, 2025
পার্লামেন্টে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল
প্রসঙ্গত, কয়েকদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। যা নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিরোধীরা এই বিল নিয়ে জোড় সমালোচনা করে।