আগামী ৬ এপ্রিল দেশজুড়ে পালিত হবে রামনবমী। বাদ থাকবে না এই রাজ্যও। কিন্তু ইতিমধ্যেই রামনবমী নিয়ে রাজ্য পুলিশ একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে। অস্ত্র নিয়ে মিছিল যাতে না হয় তারজন্য বিধিনিষেধ আরোপও করা হয়েছে। তবে এসব বিধিনিষেধের ধার ধারছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, এবছরেও মহাসমারোহে মেদিনীপুরের পাশাপাশি গোটা রাজ্যে রামনবমী পালন হবে। তাঁর কথায়, পুলিশ ঠিক করে দেবে না হিন্দুরা কী করবে আর কী করবে না।
রামনবমী নিয়ে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ
এদিন বিজেপি অন্যতম প্রভাবশালী নেতা বলেন, "কেন রাজ্যের পুলিশ প্রশাসন হিন্দুদের কোনও উৎসব হলেই বিধিনিষেধ নিয়ে আসে? কেন রাজ্যের সরকার ও প্রশাসন হিন্দুদের উৎসবে সাহায্যের হাত বাড়ান না? ফুরফুরা শরিফে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কথা বলেন, তাঁদের সঙ্গে বৈঠক করে নির্বিঘ্নে যাতে অনুষ্ঠান পালন হবে তা আশ্বস্তও করেন, কিন্তু আমাদের কোনও উৎসবে তা হয় না কেন? সব উৎসবই যাতে নির্বিঘ্নে পালন হয় তা দেখার দায়িত্ব সরকার ও পুলিশের"।
দেখুন দিলীপ ঘোষের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | On Ram Navami celebrations, BJP leader Dilip Ghosh says, "...Why do police always oppose Hindu festivals? Why (the state) government doesn't extend its help? It is the government's and police's duty to ensure peaceful celebrations of any festival,… pic.twitter.com/3GfQb9Z2S1
— ANI (@ANI) March 27, 2025
হামলা হলে তার উত্তর হিন্দুসমাজই দেবে, মন্তব্য দিলীপের
দিলীপ ঘোষ আরও বলেন, "এবারেও আমরা বড় করে রামনবমী পালন করব। আমি নিজেই অনুষ্ঠানে যোগ দেব। প্রতিবছরই রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়। ইটবৃষ্টি হয়। পুলিশ দেখেও কিছু করে না। এবারে যদি এরকম কিছু হয় তাহলে হিন্দু সমাজ এর উত্তর দেবে এবং নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই করে নেবে"।