আগামী শনিবার নবান্ন অভিযান। আরজি করকাণ্ডে নির্যাতিতার পরিবারকে পাশে নিয়ে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এই মিছিলে যোগ দেওয়ার কথা বিজেপির অসংখ্য নেতাকর্মীদের। তবে এই মিছিলেও থাকবেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh:)। যদিও এবারের মিছিলে তিনি থাকবেন না তাঁর শারীরিক অসুস্থতার কারণে। তবে দিলীপ ঘোষ শুভেন্দুর সঙ্গে বরাবরই দুরত্ব রেখেই চলেন, সেকথা সকলেরই জানা। সম্প্রতি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে বঙ্গ বিজেপির প্রথমসারীর সমস্ত নেতারা থাকলেও গরহাজির ছিলেন দিলীপ। ওইদিনই তিনি উড়ে গিয়েছিলেন নয়াদিল্লির উদ্দেশ্য। ফলে তিনি কী আদৌ শারীরিক অসুস্থতার কারণে যাচ্ছেন না, নাকি শুভেন্দুই মূল কারণ, সেটা এখনও স্পষ্ট নয়।
কী বললেন দিলীপ ঘোষ?
খড়গপুর থেকে শুক্রবার দিলীপ বলেন, “আগামীকালের অভিযানে অরাজনৈতিকভাবে সকলকে ডাকা হয়েছে। আমি জ্বর অবস্থায় এখন বেরিয়েছি। কিন্তু আগামীকাল থাকতে পারব না। তবে অবশ্যই মানসিক সমর্থন রয়েছে”। পাশাপাশি তিনি রাজ্য পুলিশেরও এদিন সমালোচনা করেন। নবান্ন অভিযানের আগেরদিনই অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় হাওড়া পুলিশের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়। সেই বিষয়ে দিলীপ বলেন, “তাঁরা চায় না এইধরনের অভিযান হোক, কারণ এতে তাঁদের অস্বস্তি হয়। চাপা জিনিস জেগে উঠছে, এই নিয়ে চিন্তিত ওরা”।
দেখুন দিলীপ ঘোষের বক্তব্য
West Bengal: On 'Nabanna Abhijaan', BJP leader Dilip Ghosh says, "The government would not want such a 'Nabanna Abhijaan'. If it takes place, the government will find itself in an uncomfortable situation..." pic.twitter.com/GqzaIcrpv1
— IANS (@ians_india) August 8, 2025
খড়গপুরেই দিলীপ ঘোষ
প্রসঙ্গত, রাজ্য সভাপতির আসনে সুকান্ত মজুমদার যতদিন ছিলেন, ততদিন বঙ্গ বিজেপির হয়ে সামনের থেকে লড়েছেন শুভেন্দু। অন্যদিকে খড়গপুর বন্দি হয়ে গিয়েছিলেন দিলীপ। তবে শমীক ভট্টাচার্য নয়া সভাপতি হওয়ার অনেকেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক ময়দানে আবারও বড়সড় কামব্যাক হবে দিলীপের। কিন্তু সেই চিত্র এখনও বদলায়নি।