বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর (SIR) ইস্যুতে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বিহারে হাজারো বাধার পরেও এসআইআর হয়েছে, আর বিরোধীদের তা মানতেও হয়েছে। এদিকে রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর করে আসল ভোটারদের নাম কাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে বিজেপি। কার্যত গেল গেল রব তৃণমূল নেতাদের গলায়। আর বিজেপির পাল্টা অভিযোগ, ভুয়ো বা মৃত ভোটারদের নাম কাটানো আবশ্যক। এইসব মতবিরোধের মাঝে নির্বাচন কমিশন এসআইআরের কাজ কয়েকমাস আগেই শুরু করে দিয়েছে।

এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের

এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, “এসআইআর হলে কয়েক কোটি ভোটারের নাম কাটা যাবে। তৃণমূল তো বাংলাদেশি ভোটারদের জোড়ে এতদিন ভোট জিতে এসেছে। এছাড়া মৃত ভোটারদের সংখ্যা ২০ লক্ষ, তাঁদেরও নাম বাদ যাবে, এদের ভোটেও তৃণমূল এতদিন জিতে আসছে। এইসব ভোটারদের নাম বাদ গেলে সমস্যায় তৃণমূল পড়বে, এটা বুঝেই ওরা বাধা দিচ্ছে। কিন্তু রাজ্যে এসআইআর হবে এটা নিশ্চিত”।

এদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। সেই মামলার রায় কোনদিকে যায়, এবং তাতে বিহারের নির্বাচনে কতটা প্রভাব ফেলে, সেইদিকে আপাতত তাকিয়ে রয়েছে এই রাজ্যের শাসক দল।