কুলতলিতে (Kultali) নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলছে বিক্ষুুব্ধ জনতা। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। আরজি করের ঘটনার পর ফের এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি। এদিন জয়নগরে এই ঘটনার প্রতিবাদে মিছিল করে রাজ্যের প্রধান বিরোধী দল। যেখানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অগ্নিমিত্রা পাল, র মতো নেত্রীরা। মিছিলের পর অবস্থান বিক্ষোভেও বসে বিজেপি নেতৃত্ব। সেখানেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
তিনি বলেন, "রাজ্যের পুলিশ তো এরকমই। কয়েকদিন আগেই আরজি করের ঘটনায় দেখলাম পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে ব্যস্ত ছিল, আসল দোষীদের লোকাতে চাইছিল। জয়নগরেও সেটাই হচ্ছে। ১০ বছরের বাচ্চাটি নিখোঁজ হওয়ার পর পুলিশে অভিযোগ জানাতে যায়, তখন তাঁরা অভিযোগ নেয় না। সেই সময় যদি পুলিশ সক্রিয় হত, তাহলে আজ মেয়েটি বেঁচে যেতে পারতো। আমরা কুলতলি আইসির বিরুদ্ধে এফআইআর করব। কারণ উনি ধর্ষকের মতো সমান অপরাধী। হাইকোর্টে আবেদন করব, মূল অভিযুক্তের পাশাপাশি যাতে এই পুলিশ অফিসারদেরও কঠোর শাস্তি দেওয়া হয়"।
#WATCH | A minor girl allegedly raped and killed in South 24 Parganas | BJP leader Bharati Ghosh says, "You saw what police did in RG Kar, they destroyed all evidence. Here also, when the minor girl went missing and her parents went to the police station for help, no FIR was… pic.twitter.com/dBcQ9974dE
— ANI (@ANI) October 6, 2024