রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের সক্ষতার মাশুল দিতে হবে ভারতবাসীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর এভাবেই মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করছে বিরোধীরা। বৃহস্পতিবার বাদল অধিবেশনেও এই নিয়ে মন্তব্য করে ইন্ডিয়া জোটের শরিক দলের সাংসদরা এমনকী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন। সবমিলিয়ে ঘরে-বাইরে সর্বত্র মোদী-জয়শঙ্করদের কূটনৈতিক ক্ষেত্রে তাঁরা যে ব্যর্থ, সেই নিয়েই আলোচনা চলছে। এদিকে অবশ্য বিরোধীদের এই আচরণ নিয়ে পাল্টা সমালোচনা করছে বিজেপি শিবির।

বিরোধীদের সমালোচনায় অর্জুন সিং

বঙ্গ বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) বলেন, “ইন্ডিয়া জোট এখন ট্রাম্পকেই সমর্থন করছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুক চিতিয়ে ট্রাম্পকেও জবাব দিতে জানে এবং গোটা দেশকেও জবাব দিতে জানে। বিরোধীরাই বলত, ট্রাম্পের ভয়ে নাকি মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদি তাই হত তাহলে এই অতিরিক্ত শুল্ক চাপানোর পর কি আমরা আমেরিকার সামনে মাথা নীচু করেছি? আমরা কাউকে ভয় পাই না। আগামীদিনে আমেরিকার জনগণই ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবে”।

দেখুন অর্জুন সিংয়ের বক্তব্য

ট্রাম্পের শুল্কনীতি

প্রসঙ্গত, রাশিয়ার বানিজ্যিক সম্পর্ক বৃদ্ধির কারণে ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে প্রথমে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ, পরে আবার গত বুধবার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে ট্রাম্প সরকার। এই নিয়ে অবশেষে মুখ খুলেছে নয়াদিল্লি। গোটা বিষয় নিয়ে কড়া নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক।