আরজি কর ঘটনার একবছর এথনও পেরোয়নি। এরমধ্যে ফের কসবায় গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এমনিতেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূল যোগ সামনে এসেছে। সেই কারণে রাজ্যের শাসক দলকে প্রতিনিয়ত সমালোচনা বিদ্ধ করে চলেছে বিরোধীরা। বিশেষ করে বিজেপির পক্ষ থেকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজে গর্ভনিং বডি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এবার একই কথা শোনা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গলাতেও।

রাজ্য সরকারের সমালোচনায় অগ্নিমিত্রা পাল

অগ্নিমিত্রা শনিবার বলেন, কসবার ঘটনার পর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। আরজি কর ঘটনার পর এত প্রতিবাদ, মিছিল করা হয়েছে। তারপর অন্তত আমরা আশা করেছিলাম এরকম আর কোনও ঘটনা ঘটবে না। কিন্তু আবারও একই ধরনের ঘটনা ঘটল। আসলে তৃণমূলের সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। এবং ধর্ষকদের সাহায্য করতে সফল। আদালত বলছে কলেজের ইউনিয়ন রুম তুলে দিতে। কিন্তু সেটা তুলে দিলেও ক্লাসরুম, বাথরুমে এই ধরনের ঘটনা ঘটবে।

দেখুন অগ্নিমিত্রা পালের মন্তব্য

কসবা গণধর্ষণকাণ্ড

কসবায় গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুর আদালত তাঁদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আগামী ৮ জুলাই পর্যন্ত। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিট।