কলকাতা, ২১ ডিসেম্বর: আজ সাংবাদিক সম্মেলনে ফের বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি একটা 'চিটিংবাজ'-র পার্টি।বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এনআরসি, এনপিআর মানব না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করে অভিযোগ করেন,‘অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলে গেছেন। আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব।'
তিনি আরও বলেন, ‘২৮ ডিসেম্বর বীরভূম যাব, দলের সাংবাদিক বৈঠক করব। ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করব। বীরভূমে রাঙামাটির মানুষের মিছিল হবে। বাংলার মণীষিদের আন্তর্জাতিক খ্যাতি আছে।রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না।‘
মমতা বলেছেন, ‘আয়ুষ্মানের থেকে স্বাস্থ্যসাথীর উপভোক্তার সংখ্যা অনেক বেশি। রাজ্য সরকারকে এড়িয়ে কাজ করছে কেন্দ্র। করোনা হলে মোকাবিলা করবে রাজ্য। টাকা যখন দেবে, তখন বিজেপির ছবি-প্রতীক দিয়ে কেন? পাশাপাশি এও বলেন, ‘খাদ্যসাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে। ’৩ লক্ষ ১৮ হাজার মঞ্জুর হয়েছে। স্বাস্থ্যসাথীতে ২৭ লক্ষ ১৩ হাজার আবেদন মঞ্জুর। ৪২ লক্ষ ৪১ হাজার আবেদন জমা পড়েছে।জাতি শংসাপত্র ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার মানুষ শংসাপত্র পেয়েছেন। জয় জহর ২ হাজার আবেদন। ১ হাজার ৫০০ জন পরিষেবা পেয়েছেন। তফসিলি- ১০ হাজারের ৬ হাজার ৬০০ জন পেয়েছেন।