সাউথ ক্যালকাটা ল’ কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের (Kasba Gang Rape Case) প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের তৃণমূল নে্তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যে কারণে রাজ্যের শাসক দলকে চাপে রাখতে ময়দানে নেমেছে বিজেপি। ইতিমধ্যেক বিজেপির পক্ষ থেকে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে কলকাতা ঘুরে গেছে। আগামী দিনে তাঁরা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে। অন্যদিকে রাজ্য বিজেপিও এই ঘটনার বিরুদ্ধে একের পর এক কর্মসূচি করছে।
অর্জুন সিংয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মঙ্গলবার বিজেপির ব্যারাকপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যার নেতৃত্বে ছিলেন অর্জুন সিং। মিছিলটি ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত যাওয়া্র কথা ছিল। কিন্তু মাঝপথেই তা আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। বিজেপির নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা হয়। যার ফলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
কসবা গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “আমদের অফিস দখল করা বা অশান্তি সৃষ্টি করার কোনও উদ্দেশ্য ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম এবং কসবায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। রাজ্যে হামেশাই এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ তৃণমূলের গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে। এর প্রতিবাদ হওয়া দরকার”।