আসানসোল, ৬ ফেব্রুয়ারি: বিজেপির (BJP Party Office) পার্টি অফিস তৈরি করাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোলের সালানপুর (Asansol)। প্রথমে বচসা, এরপর দু'পক্ষের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা (BJP & TMC Clash)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ মহিলা-সহ মোট ৬ জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ (Salanpur Police Station)।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গত ৫ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, সালানপুর এলাকায় কিছুদিন আগেই পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই পার্টি অফিসই ফের নতুন করে তৈরি করছিল গেরুয়া শিবিরের সদস্যরা। সেটাকে কেন্দ্র করেই সংঘর্ষ তৈরি হয়। আরও পড়ুন: Golondaaz Movie: ছবির শুটিং শুরু হল আজ, একঝলকে দেখে নিন দেবের ফার্স্টলুক
সংঘর্ষের জেরে বিজেপি যুব নেতা পিন্টু তিওয়ারির মাথা ফেটে যায়। তাঁর অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁদের বাড়িতে ঢুকে আক্রমণ করে। দু'পক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত হন পিন্টু তিওয়ারির স্ত্রীও। এদিকে তৃণমূলের দাবি, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই অবৈধভাবে ওই কার্যালয় তৈরি হচ্ছিল। সেই নিয়ে প্রশ্ন করতে গেলেই বিজেপি কর্মী সমর্থকেরা তাদের উপর চড়াও হন।