গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবাসাহেব আম্বেদকরকে (Babasaheb Ambedkar) নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল সংসদ ভবন। মকর দ্বারের সামনে বিজেপি সাংসদদের পথ আটকে বিক্ষোভ দেখায় কংগ্রেস। আর সেই বিক্ষোভেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে সংসদ ভবন চত্বরে। অন্যদিকে এই বিক্ষোভের আঁচ এসে পড়ল কলকাতাতেও। একদিকে এন্টালিতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর। আর অন্যদিকে এই এন্টালিতেই রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল। সবমিলিয়ে দুই পক্ষই কার্যত সম্মুখ সমরে ছিল এদিন। পরিস্থিতির গুরুত্ব আগে থেকে বুঝেই ওই এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হল।
কংগ্রেস দফতরের সামনে ব্যারিকেড দেওয়া ছিল। আর সেই ব্যারিকেডের দুই পারে দু'দলের কর্মী সমর্থকেরা কার্যত এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছিল। অন্যদিকে অমিত শাহের কুশপুত্তলিকা ও ছবি পুরিয়ে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে কংগ্রেস শিবির। বিজেপির কর্মীরা কার্যত মারমুখী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে কংগ্রেসও ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। তারপরেই দুপক্ষের হাতাহাতি শুরু হয়। সূত্রের খবর, এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এক পুলিশকর্মী আহত হয়েছেন। অন্যদিকে দুই দলের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। পরবর্তীকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তারপরেও অবশ্য গোটা এলাকা আপাতত থমথমে রয়েছে।
প্রসঙ্গত, গতকাল সংসদে অধিবেশন চলাকালীন শাহ বলেন, আম্বেদকরের নাম নেওয়াটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শুধু আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিতেন, তাহলে সাত জন্মের জন্য স্বর্গলাভ হয়ে যেত। শাহের এই মন্তব্য দলিত ইস্যুতে কার্যত আগুনে ঘি দেওয়ার মতো অবস্থায় পরিণত হয়।