কলকাতা, ১০ নভেম্বর: বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সততা নিয়ে প্রশ্ন তোলায় হাওড়া সদর বিজেপি(BJP) সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করল বঙ্গ বিজেপি। সুরজিৎ সাহার উদ্দেশে লেখা চিঠিতে বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান,'সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আদেশানুসারে অবিলম্বে বহিষ্কার করা হল।'
পুরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হাওড়ায় একটি কমিটি গড়েন শুভেন্দু অধিকারী। তা নিয়েই ক্ষুব্ধ হাওড়া সদর বিজেপি সভাপতি এবং বুধবার সেই বিষয়েই শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সুরজিৎকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সুরজিৎ সংবাদমাধ্যমের সামনে শুভেন্দুকে নিশানা করে জানিয়ে দেন, যে কমিটি শুভেন্দু গঠন করেছেন তাতে দলীয় ‘নিয়মশৃঙ্খলা ভঙ্গ’ হয়েছে। আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক'টি দফতর রয়েছে? জানুন
হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেন,''দু'দিন আগে যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান করা হচ্ছে। চেয়ারম্যান নিজে বলছেন আমার কাছে সময় নেই। যে নামটা আসছেন সেটাও তৃণমূল থেকে আসছে। শুভেন্দুবাবু সেই নাম প্রস্তাব করছেন। বিজেপিতে কারা কাজ করেন তাঁদের নাম জানেন না। উনি তৃণমূল যাঁরা করে তাঁদের নাম জানেন। ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ মানব না।''
তাঁর আরও সংযোজন, ‘‘আমি ২৮ বছর বিজেপি করছি। উনি ছ’মাস আগে দলে এসে আমাদের শংসাপত্র দেবেন না কি? আমরা ওঁর শংসাপত্র চাইব। নারদাতে ওঁকে যে টাকা নিতে দেখা গিয়েছে তাতে উনি সৎ কি না, এই প্রশ্নটা জনগণ থেকে দলের কার্যকর্তা সকলের মধ্যে তৈরি হয়েছে। উনি আমাদের বিরুদ্ধে আঙুল তুলবেন এটা জেলা সভাপতি হিসাবে মেনে নেব না।’’