দিলীপ ঘোষ। (Photo Credits:Facebook)

কলকাতা, ১৩ অগাস্ট: West Bengal BJP chief  Dilip Ghosh Claims: লোকসভা নির্বাচন 2019-এ (Lok Sabha Elections 2019) ১৮টি আসনে জয়ের পর এবার বাংলায় সরকার গড়তে মরিয়া বিজেপি (BJP)। মাত্র তিন বিধায়ক থেকে বিজেপি গত তিন বছরে বাংলায় ১৮ জন সাংসদের দল হয়েছে। লোকসভায় উত্তরবঙ্গে তৃণমূলকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছে। জঙ্গলমহলেও পদ্মে ছয়লাপ। বনগাঁ থেকে বর্ধমান। আসানসোল থেকে ব্যারাকপুর। সর্বত্র বিজেপি-র দখলে। নানা ইস্য়ুতে রাজ্য সরকারকে চাপে রাখার যাবতীয় কৌশল জারি রেখেছে বিজেপি।

বাংলা দখলের রণকৌশল ঠিক করতে দুর্গাপুরের চিন্তন বৈঠকে যান রাজ্য বিজেপি নেতারা। আর এই চিন্তন বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপি অন্তত ২০০টি আসন জিততে চলেছে। আরও পড়ুন-“প্লেন পাঠাচ্ছি, রাহুল গান্ধী এসে দেখে যান কাশ্মীর কেমন আছে”, সোনিয়া পুত্রকে ঠুকলেন কাশ্মীরের রাজ্যপাল

লোকসভা নির্বাচনের আগে দিলীপ দাবি করেছিলেন রাজ্যে অন্তত অর্ধেকর বেশি আসন বিজেপি জিতবে। সেই সময় তাঁর দাবিকে কেউ সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু বিজেপি রাজ্যে এক লাফে অনেকটা ভোট শেয়ার-সংখ্যা বেড়ে যাওয়ায় দিলীপের দাবির অনেকটাই মিলে যায়। সোজা হিসেব বলছে, লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি ১২৯টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। তারপর রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক বিজেপি-তে যোগ দেন। রাজ্যের বেশ কিছু হেভিওয়েট নেতা-মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বিজেপি লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল। রাজ্য বিজেপি নেতাদের সাফ হিসেবে তৃণমূলের ১০০টি আসন এবার পদ্ম ফুটছে। তাই দিলীপের দাবি মিলে যাবে।

২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২১১টি আসন। কংগ্রেস ৪৪টি ও বামফ্রন্ট জেতে ২৬টি আসনে। সেখানে বিজেপি মাত্র তিনটি আসনে জিতেছিল। কিন্তু এবার উত্তরবঙ্গে অনেকটা এগিয়ে থেকে নামবে বিজেপি। জঙ্গলমহল, বর্ধমানেও ফ্রন্টফুটে বিজেপি। তবে বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র লড়াইটা লোকসভার থেকেও অনেকটা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। প্রশান্ত কিশোরের টোটকায় তৃণমূল দল গোচাচ্ছে। দিদি নিচুস্তরে , বুথস্তরে জোর দিচ্ছে। তবে এরপরেও বিধানসভা নির্বাচনে অন্তত ২০০টি আসনে জেতা যাবে বলে আশাবাদী দিলীপ ঘোষ।