LOK SABHA ELECTIONS 2019: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা, গতবারের লোকসভা ভোটের ফলাফল এক নজরে
আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

ব্যারাকপুর:‌ (Barakpur)উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল এলাকা ব্যারাকপুর। কাজেই এলাকায় সব রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ভীষণভাবে শক্তিশালী।

বিধানসভা কেন্দ্র:‌ আমডাঙা,বীজপুর,নৈহাটি,ভাটপাড়া,জগদ্দল,নোয়াপাড়া,ব্যারাকপুর

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

বাম আমলের দাপুটে নেতা তপন তপাদারের(Tapan Tapadar)এলাকা ব্যারাকপুর। সেখানে একটা সময়ে দাঁত ফোটাতে পারেনি একসময়ে তৃণমূল কংগ্রেসে থাকা অর্জুন সিং(Arjun Sing)। সিপিএমের (CPM)দুর্বলতার সুযোগে ২০১৪ সালে এই কেন্দ্র দখল করে তৃণমূল কংগ্রেস। যদিও এই ক্ষেত্রে বড় ভূমিকা ছিল অর্জন সিং। এখন সেই দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছে।

দীনেশ ত্রিবেদী(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪৭৯,২০৬

শুভাশিস আলি(‌সিপিএম)‌—প্রাপ্তভোট ২৭২,৪৩৩

রমেশ কুমার হন্ডা(‌বিজেপি)‌—প্রাপ্তভোট ২৩০,৪০১

সম্রাট তোপদার(‌কংগ্রেস)‌—প্রাপ্তভোট ৩০,৪৯

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

দীনেশ ত্রিবেদী(‌তৃণমূল কংগ্রেস)‌

গার্গী চ্যাটার্জি(‌সিপিএম)‌

মহম্মদ আলম(‌কংগ্রেস)‌

অর্জুন সিং(‌বিজেপি)‌

মন্তব্য:‌ ব্যারাকপুরে এবার তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতা পারে অর্জুন সিং।