মালদা, ২২ ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) বিএসএফ (BSF)-র গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর। ঘটনটি ঘটেছে মালদার (Malda) নওদা (Nawada) সীমান্তে। বিএসএফএর তরফে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ডের প্রায় ২০০ মিটার ভিতরে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাত ১টা ৪০ নাগাদ নওদা এলাকায় কয়েকজন চোরাচালানকারী কিছু জিনিস পাচার করছিল। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরে তারা পড়ে যায়।
বিএসএফ জওয়ানরা চোরাচালানে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাঁদের উপরে হামলা চালায়। এলোপাথাড়ি ঢিল, ইট ছুড়তে থাকে তারা। পরিস্থিতি হাতের বাইরে যেতেই বিএসএফ জওয়ানরা স্টান গ্রেনেড নিক্ষেপ করেন। যদিও, তাতে পিছু না হটে দুষ্কৃতীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ান ২ রাউন্ড গুলি করেন। তাতে এক দুষ্কৃতী জখম হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও পড়ুন: KMC Poll 2021: বারবার ইভিএম-র বোতামে চাপ, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত
Our Jawan tried to disperse them & fired stun grenades but miscreants continued with their aggressive gesture & act. He fired 2 rounds in self-defence to save his life. One bullet hit a miscreant who was immediately taken to hospital for treatment where he was declared dead: BSF
— ANI (@ANI) December 22, 2021
মৃত যুবক বাংলাদেশের বাসিন্দা ধূলিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, একটি কাটারি ও ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নভেম্বরেই বিএসএফের গুলিতে চারজনের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই সীমান্ত।