![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/12/jail-1-2-380x214.jpg?width=380&height=214)
বাংলাদেশ (Bangladesh) অশান্ত হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশ ভালোই বেড়েছে। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বাংলাদেশিদের ধরা হচ্ছে। এবার শহর কলকাতাতেও দেখা সেই দৃশ্য। শিয়ালদহ থেকে গ্রেফতার হল এক তরুণী। জানা যাচ্ছে, এন্টালি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবতী। দায়িত্বপ্রাপ্ত পুলিশরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনও নথিপত্র দেখাতে পারে না। তারপরেই তাঁকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তরুণীর নাম বেবি বিশ্বাস। বয়স ২০ বছর। তাঁর বাবার নাম আমলগীর খান, বছরখানেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। বাংলাদেশের বরিশালের বাসিন্দা বেবি।
কীভাবে গ্রেফতার হল অভিযুক্ত?
রবিবার সকালে এনআরএস হাসপাতাল ও এন্টালি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই তরুণী। তাঁকে গ্রেফতারির পর জানা যায় দু'তিনদিন আগে সীমান্ত পেরিয়ে এখানে কাজের খোঁজে সে এসেছে। কলকাতায় এসে শিয়ালদহের একটি হোটেলে সে উঠেছে। তবে কোথায় উঠেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যদিও সে আসলে কোন উদ্দেশ্যে এসেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ