Photo Credits: ANI

কলকাতা: ভারত সফরে এসে কলকাতায় (Kolkata) সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু-দেশের সম্পর্ক (India-Bangladesh ties) নিয়ে মুখ খুললেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহম্মদ হাসান মাহমুদ (Bangladesh Minister Muhammad Hasan Mahmud)। নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার সময়কালে এই সম্পর্ক নয়া আঙ্গিক (new dimensions) খুঁজে পেয়েছে বলেও বৃহস্পতিবার উল্লেখ করেছেন তিনি।

এপ্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh PM Sheikh Hasina) নেতৃত্বে (leadership) গত কয়েক বছরে দু-দেশের মধ্যে অর্থনৈতিক (Economic), সাংস্কৃতিক (cultural) ও ব্যবসায়িক চুক্তিগুলি (business ties) আরও শক্তিশালী (strengthened) হয়েছে। গত কয়েক মাস ও বছর ধরে এই সম্পর্ক নতুন পথে এগিয়ে চলেছে। প্রতিদিন আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে।"

কলকাতায় বসে ভারতের জি ২০-র সভাপতিত্ব নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, "জি ২০-তে ভারতের সভাপতিত্ব (India's G20 presidency) আমাদের জন্য খুবই অনুপ্রেরণার বিষয় এবং ঘটনাটি এই অঞ্চলের জন্যও খুব ভালো। আমাদের মধ্যে খুব বড় সীমান্ত (border) থাকার জন্য সবসময় তা নিয়ে সমস্যা থাকে। কিন্তু, আমরা প্রচুর সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধানও (resolved) করেছি।" আরও পড়ুন: Calcutta HC On Muharram: মহরমে ড্রাম বাজানোর সময় ও শব্দসীমা নিয়ে পুলিশ আর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেখুন ভিডিয়ো: