LOK SABHA ELECTIONS 2019: বহরমপুর লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা এক নজরে
রাজ্যে এবার কড়া টক্কর তৃণমূল-বিজেপির। (File Photo)

বহরমপুর:‌  অধীরের(Adhir Chowdhury) গড় বহরমপুর। সেখানে এযাবত কারোর কেউ সিঁদ কাটতে পারেনি। বাম কী কংগ্রেস উভয়ের আমলেই নিজের গড় অক্ষত রেখেছেন অধীর।

বিধানসভা কেন্দ্র: বড়ঞা,কান্দি, ভরতপুর, রেজিনগর,বেলডাঙা, বহরমপুর, নওদা

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বহুবার বহরমপুর দখলের চেষ্টা করেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এবারও সেই চেষ্টা কতটা সফল হবে না ব্যর্থ হবে সেটাই এখন দেখার।

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

অধীররঞ্জন চৌধুরী(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৫৮৩,৫৪৯ (INC)

ইন্দ্রনীল সেন(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ২২৬,৯৮২(Indranil Sen)

প্রমথেশ মুখার্জি(‌আরএসপি)‌—প্রাপ্ত ভোট ২২৫,৬৯৯

দেবেশকুমার অধিকারী(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ৮১,৬৫৬

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

অধীররঞ্জন চৌধুরী(‌কংগ্রেস)‌

ইদ মহম্মদ(‌আরএসপি)‌ (RSP)

অপূর্ব সরকার(‌তৃণমূল কংগ্রেস)‌

কৃষ্ণা জোয়ারদার আর্য(‌বিজেপি)‌

মন্তব্য:‌ ৪২–এ৪২টা পেতে হবে এবার বহরমপুর আসনটিও দখল করতে হবে তৃণমূল কংগ্রেসকে। সেকারণে ইন্দ্রনীলের বদলে অপূর্বকে প্রার্থী করা হয়েছে। অধীর ক্যারিশ্মাকে অপূর্ব মুছে দিতে পারবে কী?‌