পরিবেশ-বন দফতেরর প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়(Photo Credit: PTI)

কলকাতা, ২জুন,২০১৯ :‌ কয়েকদিন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি অভিযোগ করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriya) তাঁকে একাধিকবার কটুশব্দে আক্রমণ করেছেন। তারই পাল্টা জবাবে মন্ত্রী হওয়ার পরের দিনই টুইটারে (Twitter)শাসক দলকে চরম ব্যাঙ্গাত্মক আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়।

টুইটে বাবুল লিখেছেন, "আসানসোলকে দূষণমুক্ত করতে ও অভব্য জনবিরোধী টিএমসি গুন্ডা-মাফিয়া অমানুষগুলিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে যাতে আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির 'এনভায়রন্টমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ' করতে পারি, সেজন্যই তো এই মন্ত্রকটি আমাকে দেওয়া হয়েছে। বোকা তৃণমূলিগুলি এটুকুও বোঝে না।" টুইটে শুধু এইটুকু লিখেই ক্ষান্ত হননি বাবুল। তৃণমূলকে ব্যাঙ্গ করে 'টিএমছিঃ' (TMছি) বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, এবার মানুষের টাকায় মানুষের কাজ হবে।

শুক্রবার মোদি ২.০ মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শনিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। শতচেষ্টা করেও বাবুলকে এবার আসানসোলে পরাজিত করতে পারেনি শাসক দল। এবার আসানসোলে (Assansol)বাবুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মুনমুন সেনকে দাঁড় করিয়েছিল তৃণমূল। ভোটের দিন আসানসোলে ব্যাপক অশান্তি ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে গুন্ডাগিরি, রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন বাবুল। তবে ফল বেরতে দেখা যায় দ্বিতীয়বারের জন্য বিগত সাংসদের উপরই ভরসা রেখেছে আসানসোলবাসী।