কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas cylinder blast) জেরে জখম হল কমপক্ষে ২২ জন। জখমদের মধ্য়ে ৪ জন নাবালক এবং নাবালিকাও রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) মেটিয়াবুরুজ (Metiabruz) এলাকার অন্তর্গত গার্ডেনরিচের (Garden Reach) বিচালি ঘাট রোডে (Bichali Ghat road)। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে পুলিশ
এই বিস্ফোরণের ফলে জখমদের মধ্য়ে ১৬ জনকে উদ্ধার করে এসএসকেএম বা পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম নাবালক ও নাবালিকাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা হল মহম্মদ ফাইজান (১৮), আলি হোসেন (১৬), মহম্মদ জামাল (১২) ও জানাদ (১৩)। এই চারজন-সহ মোট ১৬ জনকে পিজি হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। জখমদের মধ্য়ে অনেকের শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে বা ঝলসে গেছে।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানাচ্ছেন, শর্ট সার্কিটের কারণে একটি জায়গা আগুন ধরে যায়। তার ফলেই বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে থাকা গ্যাস সিলিন্ডারে। বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভাতে গিয়ে জখম হন অনেকে। আরও পড়ুন: Trinamooley Nabajowar: পাখির চোখ পঞ্চায়েত! ২৫ এপ্রিল শুরু হচ্ছে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচী