কলকাতা, ২৯ অগাস্ট: সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে হাজির হয়ে সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১২ বছর ধরে তিনি সাংসদ কোটার ১ লক্ষ করে পেনশন নেন না। তা সত্ত্বেও তাঁদের 'চোর' বলা হচ্ছে। মহারাষ্ট্রে (Maharashtra) নির্বাচিত সরকারকে ফেলতে বিজেপি যে অর্থ ব্যয় করেছে, সেই টাকা কোথা থেকে এল বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তহবিলে টাকা দিচ্ছে না। রাজ্যের আধিকারিকদের যদি দিল্লিতে ডাকা হল, তাহলে কেন্দ্রের যে অফিসাররা বঙ্গে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও সুর চড়ান মমতা।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি 'বৃদ্ধির' অভিযোগ, মামলা হাইকোর্টে
সিবিআই (CBI) ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি (BJP) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে শুনেছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হোক, তারপর কী হয় দেখুন বলেও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, '২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা হবে' বলেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।