রাতেই শহর কলকাতায় আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা যাচ্ছে, রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে অন্যতম আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা। ইতমধ্যেই পরিবারের পক্ষ থেকে শাহর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ জানিয়ে মেইল করা হয়েছে। এমনকী রাজ্য বিজেপির পক্ষ থেকেও এতে সম্মত জানিয়েছে। কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পানিহাটিতে যাবেন কিনা। রবিবার সকালে কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে রাজ্য বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা রয়েছে। এর মাঝে শাহ সোদপুরে যান কিনা এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তিলোত্তমার মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে রাজ্য তো বটেই, দেশজুড়ে তোলপাড় হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন জুনিয়র চিকিৎসক, চিকিৎসক থেকে সাধারণ নাগরিক সকলে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হলে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। এছাড়া আগে থেকেই কলকাতা পুলিশ অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরবর্তীকালে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।