Photo Credits: PTI

আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। গণনা হবে ২৩ জুন। এই কেন্দ্রের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পরই উপ নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। কালীগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি। তাই এই আসনে তৃণমূলকে ফেরাতে প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদকে। এই আলিফা হলেন প্রয়াত তৃণমূল বিধায়কের কন্যা। ফলে তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের তৃণমূল নেতৃত্ব। তবে এবার এই আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

২১-এর নির্বাচনে এই আসনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন আব্দুল কাসেম। যদিও মুসলিম অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে সেবারে কংগ্রেসকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সেই কারণে এবার প্রার্থী বদল করল হাত শিবির। কংগ্রেস তরফ থেকে এবার প্রার্থী করা হয়েছে স্থানীয় নেতা কাবিলউদ্দিন শেখকে। তবে এখনও পর্যন্ত এই কেন্দ্র থেকে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি গেরুয়া শিবির।

বিজেপির পাখির চোখ বিধানসভা নির্বাচন

আসলে এই উপ নির্বাচন নিয়ে খুব একটা আশার আলো দেখছে না বিজেপি। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে উপ নির্বাচনের নামে তৃণমূল কী করে, সেটা সকলেরই জানা। তবে তাঁরা প্রার্থী দেবে এই বিষয়ে নিশ্চিত। আসলে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, ফলে সেই নির্বাচনকেই বেশি গুরুত্ব দিতে চায় সুকান্তরা। প্রসঙ্গত, এই আসনে ২১-এর নির্বাচনে প্রথমবার ভোট শতাংশ বেড়েছিল বিজেপির।