কলকাতা, ১৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021) উপলক্ষে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ হতে রাজ্যজুড়ে বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভের আগুন দাউ দাউ জ্বলছে। নীলবাড়ি দখল করাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের মূল লক্ষ্য। তাই ইতিবাচক কেন্দ্রগুলিতে তৃণমূল থেকে চলে আসা নেতাদের দাঁড় করিয়ে বাজিমাত করতে তৎপর অমিত শাহ। সে কারণে বঙ্গবিজেপির অনেক নেতাই এবার টিকিট পাননি। আর এ ঘটনা মেনে নিতে পারছেন না। দলের কর্মী সমর্থকরা। তাই ভাটপাড়া তেকে হুগলি সব জায়গাতেই প্রার্থী নিয়ে ক্ষোভ বেড়ে চলেছে। পার্টি অফিসে ভাঙচুর, ফ্লেক্স পোড়ানো, দলীয় নেতাকে জুতো পেটা, হামলা কোনওটাই বাদ যাচ্ছে না। এবার টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-WB Assembly Elections 2021:ভবানীপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
লকডাউনের বাজারে তিনি কেমন আছেন, কেউ জানতে চায়নি। এদিকে টিকিট মেলেনি। তবে চুপ করে থাকার লোক তিনি নন, তাই নিজের যোগ্যতা বোঝাতে বঙ্গ বিজেপির নেতাদের কাছে দরবারের জন্য তৈরি হচ্ছেন এই টলি অভিনেতা। এদিন নিদারুণ ক্ষোভের সঙ্গে জয়বাবু জানালেন, “আমাদের কোনও নেতা আমাকে ফোন করে একবার জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। তাও আমি হাসিমুখে মেনে নিয়েছিলাম। তাও আমি হাসিমুখে লড়াই করার জন্য তৈরি হচ্ছিলাম। ৩-৪ দিন আগে আমি যখন পার্টি অফিসে গিয়েছিলাম তখন শ্রদ্ধেয় শিবপ্রকাশজি বলেন, ‘অভি তুম শো যাও’। আমার কথাটা শুনে খুব দুঃখ হয়েছে। আমি কিন্তু শোনেওয়ালা পার্টি নই। আর তা তো আমাকে রাজ্যের নেতাদের বোঝাতেই হবে যে আমি অপাংক্তেয় নই, আমি কাজের লোক।”