Mamata Banerjee (Photo Credits: ANI)

আলিপুরদুয়ার, ৮ জুন:  ভোট আসলে  পৃথক রাজ্য, উন্নয়ন মূলক প্রকল্পের গল্প শুনিয়ে সাধারণ মানুষকে বোকা বানায় বিজেপি। ভোট মিটে গেলে প্রকল্প তো কোন ছাড়, নেতাদের আর পাত্তাই পাওয়া যায় না। এদিন আলিপুর দুয়ারের সভা থেকে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।আরও পড়ুন- Al-Qaeda Should Stay In Limits: ‘সীমা ছাড়ালে আলকায়দাকে মুছে ফেলা হবে’, হুমকির জবাব দিলেন এই বিজেপি নেতা

এদিন নাম না করেই মমতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে প্রতিদিন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আজ রান্নার গ্যাসের মূল্য কত বেড়েছে তা দেখেছেন?  কোথায় গেল উজ্জ্বলা প্রকল্প? হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে। ফের যখন ভোট আসবে, তখন তারা আপনাদের পৃথক রাজ্য তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে তারা বড় বড় কথা বলে। এখন দেখুন তাদের অবস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে যখন জনগণের মাথায় হাত তখন তারা চুপ করে আছে।” আলিুরদুয়ারের হাসিমারায় এক গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে নাম না করেই বিজেপিকে ঠুকলেন মুখ্যমন্ত্রী।